মুহাম্মদ মনজুর আলম, চকরিয়া:
চকরিয়ায় ২৪০০ পিস ইয়াবাসহ তিন নারীকে আটক করেছে চকরিয়া থানা পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারী পার্ক গেট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটক তিন নারী হলেন- পার্বত্য উপজেলা লামার কুমারী এলাকার ছেনোয়ারা বেগম (২৫), চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নুর কায়দা (২০) ও নূর ছারা (৩৫)।
পুলিশ জানায়, তিন নারী ইয়াবা নিয়ে পাচারের উদ্দেশ্যে কক্সবাজার থেকে চকরিয়া দিকে আসছে এমন খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করে। পরে তাদের তল্লাশি করে শরীরের সঙ্গে মোড়ানো ১২ প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ২৪শত পিস ইয়াবাসহ তিন নারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।