মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বিছামারা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই খুচরা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ জুন) ভোর সকালে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে এসআই মোজাম্মেল হক ও এএসআই খাদেমুলসহ একদল পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের বিছামারা এলাকার সুনীলের বাড়ীর সামনে থেকে ২০০ পিস ইয়াবাসহ মোঃ আলমগীর (২৬) ও মোঃ হাশেম উদ্দিন (৪১) কে আটক করেন।
পুলিশ জানান,এসব ইয়াবা উদ্ধার কালে পুলিশের সাথে ইয়াবা ব্যবসায়ীর সংঘর্ষের ঘটনা ঘটে। ইয়াবা কারবারিদের হামলায় ঘটনাস্থলে দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন। আহত পুলিশের এ দুই কর্মকর্তা চিকিৎসাধীন আছেন। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মুল্য ৬০ হাজার টাকা । তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। এছাড়াও হাশেমের বিরুদ্ধে আর একটি মামলা চলমান আছে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক মুক্ত নাইক্ষ্যংছড়ি গড়তে তিনি বদ্ধপরিকর। এই জন্য মাদকের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেন। তাই অভিযান চলমান থাকবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।