সিবিএন ডেস্ক:

কক্সবাজার সদরের লিংকরোড এলাকা থেকে ২০ হাজার ইয়াবা সহ এনামুল কবির নামে একজনকে আটক করেছে র‍্যাব।

আটককৃত এনামুল কবির কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের লাইট হাউস পাড়ার  বাসিন্দা ।

মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেরিন সিটি কমপ্লেক্সের সামনে থেকে ইয়াবা বিক্রির সময় আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ও সহকারি পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

এএসপি শেখ সাদী জানান, ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এনামুল কবিরকে আটক করা হয়। সে সীমান্তবর্তী এলাকা টেকনাফ থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতো বলে স্বীকার করেছে।
জিজ্ঞাসাবাদে এনামুল কবির স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।