মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মঙ্গলবার ১৪ জুন কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৭৩৯ জনের নমুনা টেস্ট করে ৫৫ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৬৮৪ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া সিবিএন-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার নতুন শনাক্ত হওয়া ৫৫ জন করোনা রোগীর সকলেই কক্সবাজারের রোগী। তারমধ্যে, ২৪ জন রোহিঙ্গা শরনার্থী। এছাড়া কক্সবাজার সদর উপজেলায় ৭ জন, রামু উপজেলায় ৩ জন, উখিয়া উপজেলায় ১২ জন, টেকনাফ উপজেলায় ৪ জন, চকরিয়া উপজেলায় ৪ জন এবং মহেশখালী উপজেলার ১ জন রোগী রয়েছে।

এনিয়ে, ১৫ জুন পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো-মোট ১১ হাজার ১৫৩ জন। এরমধ্যে, গত ১৪ জুন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করছে ১১৮ জন। তারমধ্যে, ১৯ জন রোহিঙ্গা শরনার্থী। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১’০৬%।

এদিকে, গত ১৪ জুন পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৯ হাজার ৯৩৩ জন রোগী সুস্থ হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯০% ভাগ।