বলরাম দাশ অনুপম:
কক্সবাজার শহরের ঐতিহ্যবাহি ইঁন্দ্রসেন দুর্গাবাড়ি নিয়ে ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানিয়েছে পূজা উদ্যাপন পরিষদ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার পৌর শাখার সভাপতি বেন্টু দাশ ও সাধারণ সম্পাদক জনি ধর এক যৌথ বিবৃতিতে জানান, পর্যটন শহরের একমাত্র দুর্গামন্দির হচ্ছে গোলদিঘীর পাড়স্থ ইঁন্দ্রসেন দুর্গাবাড়ি।

এই দুর্গবাড়িতে দীর্ঘ ৬৩ বছর ধরে দুর্গাপূজা থেকে শুরু করে কালিপূজা, জগৎদাত্রী পূজা, মনসা পূজা, সরস্বতী পূজাসহ বছরের সব পূজা-পার্বণ অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি এই মন্দিরের সংষ্কার ও জায়গার মালিক বসবাসের বাড়ি নির্মাণ কাজ শুরু করলে কিছু লোক এতে বাঁধা প্রদান করে আসছে। তাছাড়া মামলা করে কোন ফলাফল না পাওয়ায় বিভিন্ন মোবাইল নম্বর থেকে মন্দির কাজ বন্ধ করার হুমকি দিয়ে আসছে।

এই সার্বজনীন ইঁন্দ্রসেন দুর্গাবাড়িকে নিয়ে ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, যদি এই ধরণের ষড়যন্ত্র করা হয় তাহলে
জেলার জেলার সনাতনী সমাজ, সামাজিক সংগঠন ও মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের আপামর জনসাধারণকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।