মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

সাতকানিয়া থানা পুলিশ একটি প্রাইভেট কারে তল্লাশি করে ২৩ হাজার ৪শ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করেছে। গত সোমবার রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নেজামুদ্দীন এলপিজি পাম্পের সামনে আন্দার মা’র দরগাহ এলাকা থেকে নারায়গঞ্জের ফতুল্লার থানার বামারবাগ ৯ নং ওয়ার্ডের বাদশা মিয়ার ছেলে মোঃ সাজ্জাদকে (৩১) ইয়াবাসহ গ্রেপ্তার করে।

জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে, এসআই দুলাল হোসেন ও এসআই শেখ সাইফুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে
আন্দার মা’র দরগাহ এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি করে তেলের ট্যাঙ্কে ৬টি স্প্রাইটের বোতল থেকে পলিথিন ও কস্টেপ মোড়ানো অবস্থায় ২৩ হাজার ৪০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ২০০ গ্রাম ভাংগা ইয়াবা ও উদ্ধার করা হয়। জব্দ করা হয় প্রাইভেটকারটি।
সাতকানিয়া থানার ওসি (তদন্ত) সুজন কুমার দে বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাছাড়া ইয়াবাপাচার কাজে জড়িত নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার শেখেরচর তক্তারমাঠ এলাকার শাহজাহান মাতব্বর এর ছেলে মোঃ সোহেল পালিয়ে গেছে।