আবুল কালাম, চট্টগ্রাম:
চট্টগ্রামের বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়কেটি পাঁচ দিন বন্ধ থাকার পর যান চলাচলের জন্য আবারও খোলে দেওয়া হলো।
মঙ্গলবার (১৫ জুন) থেকে আবার যান চলাচল শুরু হয়েছে। সড়কটি বন্ধ থাকায় নগরীর বিভিন্ন অংশে যানজট সৃষ্টি হচ্ছে বলে তা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।

বুধবার (জুন) ওই সড়কে যান চলাচল বন্ধ করেছিল সড়কটির নির্মাণকারী ও তদারকি সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। তখন তারা জানিয়েছিল, তিন মাস সড়কটি বন্ধ থাকবে। পাহাড় ধসের আশঙ্কায় সড়কটি বন্ধ ঘোষণা করা হয়েছিল।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, “সড়কের ফৌজদারহাট ও বায়েজিদ অংশে অর্থাৎ দুই প্রবেশ পথে উভমুখী লেন খোলা থাকবে। কিন্তু যেখানে ঝুঁকিপূর্ণ পাহাড় আছে রাস্তার পাশে সেখানে শুধু একপাশ খোলা থাকবে।”

আজ (মঙ্গলবার) থেকে এভাবে চালু করা হয়েছে। ঝুঁকিপূর্ণ অংশে সড়ক ও ফুটপাত প্রতিবন্ধকতা দিয়ে বন্ধ রাখা হবে, যাতে কেউ চলাচল করতে না পারে। ওই অংশে যেন কোনো গাড়ি বা ব্যক্তি যেতে না পারে ।