প্রেস বিজ্ঞপ্তি
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট জাতীয় সংসদের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
১৪ জুন জাতীয় সংসদে এই কমিটি অনুমোদিত হয়। বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া ও পর্যটন মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এছাড়া গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে কক্সবাজার জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন কক্সবাজার দক্ষিণ এশিয়ার বৃহত্তম পর্যটন নগরী কক্সবাজার। এই পর্যটন নগরী কে আধুনিক ভাবে সাজাতে এবং সারা বিশ্বে আকর্ষণীয় করে তুলতে কাজ করে যাবেন।
উল্লেখ্য তিনি বিগত সময়ে একই মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিমান ও পর্যটন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন আশেক উল্লাহ রফিক এমপি
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে