চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম কর্ণফুলীতে রুবি সিমেন্ট পরিবাহী ট্রাক গাড়ির ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ৫জন আহত হয়েছেন।
সোমবার (১৪ই জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শাহমীর এলকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ।
আহতরা হলেন-বড়উঠান ০৯ নং ওয়ার্ডের ডাকপাড়া গ্রামের বাসিন্দা মোঃ নাছির (৪০) পটিয়া উপজেলার মেলঘর গ্রামের বাবুল দাশ ও পূর্ণিমা দাশ। তাৎক্ষণিক ভাবে আহত বাকি দুইজনের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
এবিষয়ে ঘটনাস্থলে পরিদর্শনকারী শাহমীরপুর পুলিশ ফাঁড়ির আইসি মো. নাছির উদ্দিন জানান, বিকেলে সাড়ে তিনটার দিকে শাহমীরপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই ঘটনায় দূর্ঘটনায় পতিত ট্রাক ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।