সিবিএন :   কক্সবাজার সিটি কলেজের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শারায়াত পারভীন লুবণা   ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক রাগিব তাহমিদ এর মাতা তাহমিনা বেগম (৭২) আজ ১৪ জুন বিকেল ৪.২৫ মিনিটের সময় কক্সবাজার জেনারেল হাসপাতালে  মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহ ….রাজেউন)। তিনি থ্রোম্বোসাইটোমিয়া রোগে আক্রান্ত ছিলেন।

তিনি কক্সবাজার শহরের হাশেমিয়া মাদ্রাসা এলাকার মোহাম্মদ মিয়ার স্ত্রী , রশিদ নগর এর মতিউর রহমান মিয়ার কন্যা ও আইএফআইসি ব্যাংক কক্সবাজার শাখার ম্যানেজার হামিদুর রহমান এর  শ্বাশুড়ি।

 ১৫ জুন হাসেমিয়া মাদ্রাসা ময়দানে সকাল ১০ টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে  মরহুমার পারিবারিক সুত্রে জানা গেছে।

এদিকে কক্সবাজার সিটি কলেজের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শারায়াত পারভীন লুবণা   ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক রাগিব তাহমিদ এর মাতার মৃত্যুতে  গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার সিটি কলেজ গভর্ণিং বডির সভাপতি ও সাবেক এমপি অধ্যাপিকা এথিন রাখাইন , অধ্যক্ষ ক্যথিং অং , উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক ,হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শাহানুর আক্তার,  ইসলামের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক এস এম আকতার উদ্দিন চৌধুরী, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক জেবুন্নেছা , সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক এহেছানুল হক হেলালী, ইংরেজী বিভাগের প্রধান ও শিক্ষক পরিষদ সেক্রেটারী অধ্যাপক হাশেম উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক মংম্রাছিন,বাংলা বিভাগের প্রধান অধ্যাপক শরমিন সিদ্দিকা লিমা ,হসপিটালিটি ম্যানেজমেন্ট ও ট্যুরিজম বিভাগ প্রধান অধ্যাপক মঈনুল হাসান চৌধুরী পলাশ ,অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপিকা তসলিমা রশিদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অধ্যাপক আবুল কালাম আজাদ ,দর্শন বিভাগের প্রধান অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো , ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রধান অধ্যাপক নুরুল আবছার চৌধুরী , মার্কেটিং বিভাগের প্রধান অধ্যাপক সাজ্জাদুল ইসলাম , নাট্যকলা বিভাগের প্রধান অধ্যাপক নুরুল ইসলাম ও কলেজের সকল ছাত্রছাত্রী- কর্মচারীবৃন্দ।