বার্তা পরিবেশক
কলাতলির স্মরণ বহুমুখী সমিতি এলাকায় সী ফ্লাওয়ার কটেজে প্রকাশ্যে ইয়াবা সেবন ও অবৈধ কাজে বাধা দেয়ায় সমিতির সাবেক সেক্রেটারি নজিরুল আলমের ওপর হামলা ও হোটেলে তালা লাগানোর অভিযোগ উঠেছে।
১৩ জুন রাত ১০ টার দিকে ঘটনাটি ঘটে।
আহতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
নজিরুল আলম জানান, লাইট হাউজ এলাকার মোঃ রুবেল নামের এক ব্যক্তি সী ফ্লাওয়ার কটেজে পতিতা ব্যবসা ও ইয়াবা সেবন করে আসছিল দীর্ঘদিন। লোকজন ভয়ে বাধা না দেয়ায় এটি নিত্যদিনের চিত্র হয়ে গেছে।
১৩ জুন রাত ১০ টার দিকে নজিরুল আলম বাধা দিলে বিশেষ করে লকডাউনের সময় অবৈধ কাজ কেন করছেন বলার সাথে সাথে লোকজন নিয়ে হামলা চালায়। নজরুল ইসলামের কটেজ সমুদ্রকান্তায় তালা লাগিয়ে দেয়।
বিষয়টি সদর থানা পুলিশকে জানানো হয়েছে।
অপরাধ দমনে সহযোগিতা কামনা করছেন হামলার শিকার সৈকত বহুমুখী সমিতির সাবেক সেক্রেটারি নজিরুল ইসলাম।
স্মরণ বহুমুখী সমিতি এলাকায় অবৈধ কার্যকলাপ, বাধা দেয়ায় হামলা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।