ফারুক আহমদ , উখিয়া :
উখিয়া উপজেলার পশ্চিম হলদিয়া পালংয়ের মোতার ফকিরের রাস্তা এলাকায় ধারালো দা দিয়ে রুমা আকতার নামক এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে। এসময় স্বামী মুফিজ কে কুপিয়ে মারাত্মক জখম করা হয় ।
রবিবার ( ১৩ জুন) বিকেলে এ ঘটনাটি সংঘটিত হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেছেন ।
গ্রামবাসীরা জানান , জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল । নিহত গৃহবধূ রুমা আক্তার দুই সন্তানের জননী বলে জানা গেছে। আহত স্বামী মফিজকে উখিয়া হাসপাতলে ভর্তি করা হয়েছে । তার অবস্থা আশঙ্কাজনক।
নিহতের পরিবারের সদস্যরা জানান শাহাবুদ্দিন নুরুল ইসলাম ফরিদ আলম ও মোস্তাকের নেতৃত্বে ১০/১২ জন লোক ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা সংগঠিত করেন।
হলদিয়া পালং ইউনিয়ন এর সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন জানান পারিবারিক তুচ্ছ ঘটনার জের ধরে হত্যার ঘটনাটি ঘটে । মূলত জায়গা বিরোধ নিয়ে দু পক্ষের মধ্যে সংঘটিত ঘটনায় স্বামী মুফিজকে রক্ষা করতে এসে সন্ত্রাসীদের হাতে খুন হন স্ত্রী রুমা।
হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার শামসুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সঠিক তদন্তের মাধ্যমে মর্মান্তিক এ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দাবি জানান তিনি।