ফেসবুক কর্ণার

আমি উখিয়ার সন্তান কিন্তু আমার বেড়ে উঠা এই কক্সবাজার শহরে। এই শহরের সকলেই আমাকে কম বেশি পছন্দ করে।
আমিও এই শহর কে অনেক বেশি ভালোবাসি। এই শহরের অনেক দু:খ। তার ভেতরে প্রধান সড়ক অন্যতম।
যাক আসল কথায় আসি। আমি বিকেল বেলা নাস্তা করার জন্য বের হই। দেখি পুরো কক্সবাজার শহর জুড়েই জ্যাম। অবশ্য এটা কোন নতুন বিষয়না। তারপরও  নিজেই নেমে গেলাম জ্যাম কিছুটা হলেও কমানো যায় কিনা দেখতে। আল্লাহর রহমতে কিছুটা কমাতে পারলাম। কিছুটা স্বস্তি হলেও পেল শহরবাসীর ক্ষুদ্র একটি অংশ।

আমরা যারা ছাত্র রাজনীতি করি অথবা যারা এখনো ছাত্র আছি তারা চাইলে এই সমস্যাটায় এগিয়ে আসতে পারি। এই অপ্রশিক্ষিত  অবাধ্য গাড়ির চালকদের  বুঝিয়ে সুঝিয়ে সবার আগে আমি যাব এ মনোভাব কিছুটা দূর করতে পারব।
প্রতিদিন যে যে এলাকায় আছি সেখান থেকে যদি আমরা এইভাবে একটু চেষ্টা করি তাহলে এই শহরের নাগরিকরা কিছুটা হলেও শান্তি পাবে।
জানতাম না আমার বড় ভাই Hussainul Islam ভিডিও করেছেন। তার প্রতি কৃতজ্ঞতা।

-ইবনুল আকিব চৌধুরী