সংবাদ বিজ্ঞপ্তি:
রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের রাংকুট কাঠালিয়া পাড়ার বাসিন্দা রবীন্দ্র বড়ুয়া অভি পরলোক গমন করেছেন। রবিবার (১৩ জুন) দুপুর ১ টার দিকে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কণ্যা, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। সোমবার দুপুর ২টায় ঐতিহাসিক রাংকুট বৌদ্ধ তীর্থস্থানে তাঁর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।
রামুর ঐতিহাসিক রাংকুট বনাশ্রম তীর্থস্থানের অধ্যক্ষ কে শ্রী জ্যোতিসেন থের জানান, রবীন্দ্র বড়ুয়া অভি ঐতিহাসিক রাংকুট মহাতীর্থের একনিষ্ঠ দায়ক ও ভিক্ষু শ্রামণের হিতৈষী ব্যক্তি ছিলেন। তিনি প্রয়াত অভি বড়ুয়ার পারলৌকিক সদগতি কামনা করেন।