লোহাগাড়া প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় পুকুর থেকে মোঃ বাদশা ( ৫ ) নামে এক নিখোঁজ শিশুর লাশ উদ্ধার কারা হয়েছে
রোববার ( ১৩ জুন ) বিকেল সাড়ে ৫ টার দিকে পদুয়া ইউনিয়নের নয়া পাড়ায় পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু বাদশা ওই এলাকার মনজুর আলমের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য শব্বির আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার দিন বেলা ১২ টার পর শিশুটি বাড়ি থেকে নিখোঁজ ছিল। তার সন্ধানে ফেসবুক অনেকেই পোস্টও দিতে দেখা গেছে।
পরে অনেক খুঁজাখুঁজি পর বিকেল ৫ টার দিকে বাড়ির আঙিনায় অবস্থিত পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে শিশুটি সবার অগোচরে কোন এক সময় পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয় ।
এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।