পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়া মৎস্য প্রজেক্ট ও মুরগীর ফার্মের দুই কিশোর কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছে। এ ঘটনায় অপর এক যুবক আহত অবস্থায় রয়েছে।
রাত ৯টা দিকে উপজেলার সদর ইউপির বটতলিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার রাজাখালী ইউপির সুন্দরী পাড়া এলাকার ইউনুছ মাঝির ছেলে কামরুল ইসলাম তোহা (১৫) ও রব্বত আলী পাড়ার শহিদুল ইসলাম(১৬)। অপর আহতের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, পেকুয়া সদর ফতেহ আলী মাতবর বাড়ির নওশা মিয়ার ছেলে রাহাত চৌধুরীর বর্গায় বটতলিয়া পাড়ার জামাল উদ্দিনের ছেলে সাজ্জাদ মৎস্য প্রজেক্ট ও মুরগীর ফার্মটি ইজারায় দেন। ওই খামারে বেশ কয়েকজন কিশোর কর্মচারীর কাজ করতো। দীর্ঘদিন ধরে বিদ্যুতের তার ঝুঁকিপূর্ণ অবস্থায় এলোমেলোভাবে পড়ে থাকলেও খামারটির মালিক তা ঝুঁকিমুক্ত করে রাখেনি। যার কারণে মর্মান্তিক দূর্ঘটনায় দুই কিশোর নিহত হল। নিহতের পরপর মালিক পালিয়ে যান।
এদিকে এ ঘটনার পরপর পেকুয়া ফায়ার সার্ভিসের একটি টিম ও পেকুয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধারে ঘটনাস্থলে রয়েছেন। এবিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।