বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী হত্যা, ডাকাতি, অস্ত্র, মারামারিসহ অন্তত ১০ মামলার আসামি হাসনাতকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৩) ভোরে কক্সবাজারের ঝিলংজার রহমতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাসনাত শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়ার সমিতি বাজার এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র।

তিনি জানান, হাসনাতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, মারামারিসহ ১০টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মামলায় ওয়ারেন্ট আছে। ওই ওয়ারেন্টের ভিত্তিতে রবিবার ভোরে রহমতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সে হাসনাত বাহিনীর প্রধান কিনা খতিয়া দেখা হচ্ছে। রবিবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।