মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে পুলিশের উপর আক্রমণ ও বিস্ফোরকসহ ১২টি মামলার পলাতক আসামি কায়সার হামিদ (৩২)। নামের এক শিবির সমর্থক যুবককে গ্রেপ্তার করেছে। ১৩ জুন (রবিবার) সকাল ১১টার দিকে সাতকানিয়া পৌরসভার ভোয়ালিয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কায়সার উপজেলার ছদাহা ইউনিয়নের আফজলনগর এলাকার মো.ইদ্রিস মিয়ার ছেলে। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক জিহাদ আলীর সঙ্গীয় ফোর্স নিয়ে ভোয়ালিয়া পাড়া থেকে কায়সারকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে ।সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত কায়সার হামিদ শিবির সমর্থক। সে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত পুলিশের উপর আক্রমণ, অগ্নিসংযোগ,বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনসহ সাতকানিয়া থানায় দায়েরকৃত ১২টি মামলার পলাতক আসামী। তাকে (রবিবার) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।