মোঃ আকিব বিন জাকের, মহেশখালী:
মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন হতে ইয়াবাসহ ৪ যুবককে আটক করেছে কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহির উদ্দিন।
১২ জুন শনিবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের মাইজপাড়া নামক গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল যথাক্রমে- মাইজপাড়া গ্রামের মোঃ শামশুর পুত্র আবদুল মান্নান, মনুর পুত্র আনোয়ার, আব্দু রহমানের পুত্র ইয়াছিন এবং টেকনাফের হাসান।
স্থানীয় সূত্রে জানা যায়, মান্নান এর আগেও ইয়াবার বড় বড় চালান নিয়ে পুলিশের হাতে একাধিকবার গ্রেফতার হয়েছিল। এবং আটককৃতরা বিভিন্ন সময় সিএনজি, মোটরসাইকেল ও নোহা গাড়ি ব্যবহার করে কক্সবাজার থেকে মহেশখালীতে ইয়াবা নিয়ে আসতো। এমনকি ইয়াবার চালান আনতে দিনে একাধিকবারও কক্সবাজারে যাতায়াত করতো মান্নান, ইয়াসিন ও আনোয়ার। কক্সবাজার থেকে ইয়াবা আনার পর সেগুলো মাদক ব্যবসায়ীরা সরবরাহ করে সিন্ডিকেটের মাধ্যমে গ্রামে গ্রামে পৌঁছে দিতো।
জব্দকৃত ইয়াবার পরিমাণ এখনও জানা যায়নি।
এ বিষয়ে মহেশখালী থানার ওসি আবদুল হাই বলেন, জব্দকৃত ইয়াবার সংখ্যা প্রকাশ করা হবে। এখানে ইয়াবার সংখ্যা কম বা বেশি হওয়ার কোনো সুযোগ নেই।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।