মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে অবস্থিত গর্জনিয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন রামু থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন।
শনিবার (১২ জুন) বিকাল ৩ টার দিকে সদ্য রামু থানায় যোগদান কারী পুলিশের এ কর্মকর্তা গর্জনিয়াতে ছুটে আসেন। এসময় তিনি গর্জনিয়ায় কর্মরত পুলিশ সদস্যদের খোঁজ খবর নেন এবং ফাঁড়ির ব্র্যাক ঘুরে দেখেন।
এর পর তিনি আইনশৃংখলাসহ এলাকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ফাঁড়ির কর্মরত অফিসারদের সাথে। একদিকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তুষ্টি প্রকাশ করেন এ পুলিশ কর্মকর্তা। অপরদিকে এলাকায় শান্তি,শৃঙ্খলা ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানসহ বিভিন্ন দিকনির্দশনা দেন। শেষে তিনি ফাঁড়ির পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির পরিশ্রমী ও মেধাবী ইনচার্জ মোঃ ফরহাদ আলী,এস আই রুহুল আমিন মুন্সি,এস আই রবিউল ও এ এস আই নোমান প্রমুখ।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে নবাগত ওসি আনোয়ার হোসেন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে