জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে ৪০ ক্যান বিয়ারসহ ২জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ জুন) দিবাগত রাত ২ টায় নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ড তুমব্রু ঘোনারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- ইউখিয়া কুতুপালং ক্যম্পের হামিদ হেসেনের ছেলে মিজান প্রকাশ অাজগর অালী (২৪) এবং হোয়াক্যং ইউনিয়নের অাবু ছিদ্দিকের ছেলে জাফর অালম (৪৯)।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।