কক্সবাজার জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির নেতাদের নিয়ে আমি জাফর আলম এমপির বক্তব্যের প্রেক্ষিতে কক্সবাজারের আট উপজেলা ও তিন পৌরসভা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উদ্বেগ জানিয়েছে মর্মে কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) নিউজ পোর্টালসহ বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতি আমার দৃষ্টিগোচর হয়েছে।
জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ নেতৃবৃন্দের নাম ব্যবহার করে যে কথিত বিবৃতিটি প্রচার করা হচ্ছে তা শতভাগ সত্য নয়। ইতোমধ্যে জেলার সিংহভাগ ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে আমার কথা হয়েছে। অনেকেই স্বপ্রণোদিত হয়ে ফোন করে তাদের অবস্থান আমার কাছে স্পষ্টও করেছেন।
আলাপকালে তারা আমাকে জানিয়েছেন, তাদের নাম এবং ইউনিটের নাম ব্যবহার করে সাজানো এই বিবৃতিটি গণমাধ্যমে দেওয়া হয়েছে মূলতঃ নিজেদের অপকর্ম আড়াল করে কেন্দ্রের দৃষ্টি অন্যদিকে ফেরাতে। তাই আমি এ ধরণের উদ্ভট বিবৃতি নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য দলের নেতাকর্মীসহ সংশ্লিষ্টদের আহবান জানাচ্ছি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
আলহাজ জাফর আলম এমএ
সংসদ সদস্য- কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া)
ও সভাপতি- চকরিয়া উপজেলা আওয়ামী লীগ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।