আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলায় চট্টগ্রামের আনােয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী দিয়েছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড- কাফকো।
শনিবার দুপুরে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নির্দেশনায় কাফকো সারকারখানার উদ্যোগে এসব সামগ্রী দেওয়া হয়। সুরক্ষা সামগ্রীর মধ্যে মাস্ক ৫০০ পিস,ফেইস শিল্ড ৫০০ পিস,সোয়ার স্টিক ৫০০০ পিস ও রেড টিউব ৫০০০ পিসসহ প্রায় ৩ লাখ টাকার সরঞ্জাম রয়েছে। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিনের কাছে এসব সুরক্ষা সামগ্রী প্রদান করেন কাফকো এমপ্লয়ীজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি জসিম উদ্দীন চৌধুরী।
এ সময় কাফকো মেডিকেল সেন্টারের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারহানা মইনুদ্দিন,কাফকো সিবিএ’র সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম,আনোয়ারা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ প্রমুখ উপস্থিত ছিলেন।