সিবিএন ডেস্ক:
গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, নতুন রোগী শনাক্ত, সুস্থ হওয়া রোগীর সংখ্যা ও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে।
আজ শনিবার ( ১২ জুন) স্বাস্থ্য অধিদফতর করোনার সংবাদ বিজ্ঞপ্তিতে সপ্তাহভিত্তিক বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে।
অধিদফতর জানায়, চলতি সপ্তাহে ( ছয় জুন থেকে ১২ জুন) করোনার নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ ২২ হাজার ১০৩ টি। আর গত সপ্তাহে ( ৩০ মে থেকে ৫ জুন) পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছিল এক লাখ ১৯ হাজার ২০২টি। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে নমুনা পরীক্ষার হার বেড়েছে দুই দশমিক ৪৩ শতাংশ।
একইভাবে চলতি সপ্তাহে রোগী শনাক্ত হয়েছেন ১৫ হাজার ১৭২ জন আর গত সপ্তাহে রোগী শনাক্ত হয়েছিলেন ১১ হাজার ৯২৮ জন। আগের সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে রোগী শনাক্তের হার বেড়েছে ২৭ দশমিক ২০ শতাংশ।
একইভাবে চলতি সপ্তাহে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৯৯ জন আর গত সপ্তাহে সুস্থ হয়েছিলেন ১২ হাজার ১৭ জন। অর্থাৎ, সুস্থ হওয়ার হারও বেড়েছে ২১ দশমিক ৪৯ শতাংশ।
অধিদফতর জানায়, চলতি সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭৯ জন আর গত সপ্তাহে মারা গিয়েছেন ২৫২ জন। সে হিসেবে চলতি সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে মৃত্যুহার বেড়েছে সাত দশমিক ১৪ শতাংশ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।