আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ২ হাজার পিস ইয়াবাসহ জিয়াউল হক (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কক্সবাজার সদরের খরুলিয়া গ্রামের দরগাপাড়া এলাকার মৃত রহমত উল্লাহর ছেলে। শনিবার বিকেলে উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ বক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে মইজ্জ্যারটেক এলাকায় চেকপোস্ট বসিয়ে জিয়াউল হককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়াউল হক ইয়াবাগুলো বিক্রির জন্য কক্সবাজার থেকে চট্টগ্রামে নিয়ে যাচ্ছেন বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।