মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার পৌরসভার নাগরিকদের সুপেয় পানি সরবরাহের জন্য ১২৫ কোটি টাকা ব্যয়ে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হচ্ছে। কক্সবাজারের ঝিলংজার চান্দের পাড়ায় রাবার ড্যাম এলাকাতে এই আধুনিক প্লান্ট নির্মাণের কাজ প্রায় ৫০% ভাগ সম্পন্ন হয়েছে। প্লান্টের পুরোপুরি কাজ বাস্তবায়ন হলে কক্সবাজার পৌরবাসীকে নিয়মিত সুপেয় পানি সরবরাহ দেওয়া যাবে। পাশাপাশি কক্সবাজার পৌরবাসীর দীর্ঘদিনের একটি দাবীও পূরণ হবে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ শুক্রবার ১১ জুন বিকেলে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের নির্মাণাধীন কাজ পরিদর্শনে গিয়ে একথা বলেন। ১’১৭ একর জমিতে বৃহৎ এই পানি শোধনাগার প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, কক্সবাজার পৌরবাসীর পানীয়জলের দীর্ঘদিনের সংকট কাটাতে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্লান্টে দৈনিক ৮ ঘন্টায় ৮০ লক্ষ লিটার পানি পরিশোধন করা যাবে।

এডিবি’র আর্থিক সহায়তায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ প্লান্টের কাজ বাস্তবায়ন করছে। সিনিয়র সচিব প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনের সময় প্লান্টের অবশিষ্ট কাজ দ্রুত বাস্তবায়নে স্থানীয় জনসাধারণের সহযোগিতা কামনা করেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে কক্সবাজার জেলা প্রশাসনের ডিডিএলজি (উপসচিব) শ্রাবস্তি রায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উর্ধ্বতন প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।