আলাউদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

লোহাগাড়ায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে।

১১ জুন (বৃহস্পতিবার) বাদ আছর উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান চৌধুরী এই আয়োজনে করেন।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিজভী ওয়াহিদ, আসলাম আহমেদ, নাইমুর রহমান মুরাদ, তারেকুল ইসলাম, দপ্তর সম্পাদক আরফাত চৌধুরী আদর, লোহাগাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা আরাফাত, আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাজ্জাদ আরেফিন শুভ, নাইমুল, সম্রাট, চরম্বা ইউনিয়ন ছাত্রলীগ নেতা বাদশা, রিয়াদ, পদুয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিহাত প্রমুখ।

মোনাজাত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজত করা করা হয়।

উল্লেখ্য, সেনা সমর্থিত ১/১১ তত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।