বলরাম দাশ অনুপম :
বঙ্গবন্ধু পরিষদ রুপালী ব্যাংক লিমিটেড কক্সবাজার অঞ্চলের কমিটি গঠন করা হয়েছে। গত ১০ জুন রুপালী ব্যাংক লি: চিরিংগা শাখার সিনিয়র অফিসার হেলালুর রশিদকে সভাপতি ও রুপালী সদন কর্পো: কক্সবাজারের সিনিয়র অফিসার হোসনে মোবারক জুয়েলকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় সভাপতি মোঃ সুজাত আলী জাকারিয়া এবং সাধারণ সম্পাদক আল্লামা ইকবাল রানা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নুরুল আমিন (সিনিয়র অফিসার, জোনাল অফিস, কক্সবাজার), সহ-সভাপতি রবীন তংচঙ্গ্যা (অফিসার, বান্দরবান কর্পো: শাখা), যুগ্ম সাধারণ সম্পাদক কাঞ্চন দাশ (সিনিয়র অফিসার, কোর্টবাজার শাখা), যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াসুদুল হক চৌধুরী রিয়াস (অফিসার, রামু শাখা), সাংগঠনিক সম্পাদক মোঃ জাকারিয়া (অফিসার, চিরিংগা শাখা), দপ্তর সম্পাদক মংসিং থোয়াই মার্মা (অফিসার, বান্দরবান কর্পো: শাখা), প্রচার সম্পাদক মুরাদ হোসেন (অফিসার, রুপালী সদন কর্পো: শাখা), কোষাধ্যক্ষ ইমরুল ইমতিয়াজ চৌধুরী (সিনিয়র অফিসার, বাজারঘাটা শাখা), আইন বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম (অফিসার, ক্যাশ, বান্দরবান কর্পো: শাখা), সংস্কৃতি বিষয়ক সম্পাদক সারজিল সায়াহৃ আইরিন (অফিসার, ঈদগাঁও শাখা), নির্বাহী সদস্য যথাক্রমে এএইচএম আতাউর রহমান (এসপিও (ব্যবস্থাপক), রুপালী সদন কর্পো: শাখা), রুবী রাণী মল্লিক ( এসপিও, রুপালী সদন কর্পো: শাখা), মোহাম্মদ জহিরুল ইসলাম (এসপিও (ব্যবস্থাপক), চিরিংগা শাখা), ওসমান হারুন (এসপিও (ব্যবস্থাপক), কেরাণীহাট শাখা) ও মোঃ জহির উদ্দীন চৌধুরী (সিনিয়র অফিসার (ব্যবস্থাপক), বাজারঘাটা শাখা, কক্সবাজার। নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর আর্দশে এবং স্বাধীনতার স্বপক্ষে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।