মোঃ আরাফাত সানী, টেকনাফ:
সরকারি নিদের্শ অমান্য করে সাগরে মৎস্য আহরণের জন্য সাগরে যাওয়ার প্রাক্কালে ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করে টেকনাফ উপজেলা মৎস্য অধিদপ্তর।

শুক্রবার (১১ জুন) সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন ইউনিয়নের বাহারছড়া সমুদ্র উপকূলে মৎস্য ঘাটে এ অভিযান পরিচালনা করে।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল ও সময় সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, কোন জেলে যদি সরকারের ৬৫ দিন বন্ধে নির্দেশনা অমান্য করে সমুদ্রে মাছ আহরণ করিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।