এস. এম. তারেক:
রামু উপজেলাধীন রশিদ নগর ইউনিয়নের নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী তারিকুল ইসলাম ফাহিমের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে আহত করার ঘটনায় মামলা রজু করা হয়েছে।
গত ৬ জুন সুমনকে প্রধান আসামী করে আহত ফাহিমের মা পারভীন আক্তার মামলাটি রজু করেন। রামু থানার মামলা নং-১৬। মামলার আসামীরা হলেন- ধলিরছড়া খাইরাপাড়া ৫নং ওয়ার্ডের মুফিজুর রহমানের পুত্র সুমন, তাঁর ভাই এবাদুল হক, আবদুল্লাহ ছোটন, আমানুল হক এবং এহেছানুল হক। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ জুন লুডু খেলার মত তুচ্ছ খেলাকে কেন্দ্র করে অভিযুক্তরা ফাহিমের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। বর্তমানে সে চমেক হাসপাতালে চিকিৎসাধীন। সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে ওই বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থীরা গত ৬ জুন সন্ধ্যায় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সামনে মানব বন্ধন করে। ফাহিমের পরিবার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান সংশ্লিষ্ঠ কতৃপক্ষের প্রতি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।