মহেশখালী সংবাদদাতা:
ছোট মহেশখালী ইউনিয়নস্হ আদিনাথ ঠাকুরতলা ঐতিহ্যবাহী সার্বজনীন শ্রী শ্রী রাজেস্বরী কালী মন্দির সড়কের পুকুরপাড়ের গাইড ওয়াল মরনফাঁদে পরিনত হয়েছে। সম্প্রতি সময়ে গাইড ওয়াল দেওয়া হলে ও কিছুদিন যেতে না যেতেই হেলে পড়ে এখন মরনফাঁদে পরিনত হয়েছে। অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় আদিনাথ মন্দির সংস্কার কমিটির নেতা বাবু কমল কৃষ্ণ ঘোষ জানান, গাইড ওয়ালটি ঝুকিঁপূর্ণ হওয়ায় পথচারীরা ও এলাকার পার্শ্ববর্তী লোকজনেরা আতংকে রয়েছে। সর্বজন শ্রদ্ধেয় বসন্ত কুমার দে জানান, অতিশিঘ্রিই ঝুকিঁপূর্ণ গাইড ওয়াল ও রাস্তাটি সংস্কার করে দেওয়া প্রয়োজন হয়ে পড়েছে। সর্বজন শ্রদ্ধেয় সোনা রাম দে জানান, এলাকার সার্বিক বিবেচনা করতঃ ঝুকিঁপূর্ণ গাইড ওয়ালটি সংস্কার করে দেওয়া একান্তই প্রয়োজন হয়ে পড়েছে। যুব সমাজের অহংকার, সকলের স্নেহবাজন ব্যক্তি, বিশিষ্ট সমাজকর্মী সুজন কান্তি দে জানান, গাইড ওয়ালটি ঝুকিঁপূর্ণ হওয়ায় আমরা নিয়মিত আতংকে আছি কেননা যে কোন মুহুর্তে একটা বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে, যে কোন মুহুর্তে ওয়ালটি ধসে পড়তে পারে, ঐতিহ্যবাহী সার্বজনীন শ্রী শ্রী রাজেস্বরী কালী মন্দিরে ধর্ম করার জন্য নিয়মিত ভক্তকূলেরা আসা যাওয়া করে থাকে, নিয়মিত পথচারীরা আসা যাওয়া করে থাকে, পার্শ্ববর্তী লোকজনেরা আসা যাওয়া এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কোমলমতি ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে থাকে তারা যে কোন মুহুর্তে বিপদের সম্মুখীন হতে পারে তাই মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শরীফ বাদশা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহফুজুর রহমান ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান জিহাদ বিন আলী সহ সকলের দৃষ্টি গোচর কামনা করছি।
আদিনাথ সড়কের গাইডওয়াল এখন মরণফাঁদ!
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।