প্রেস বিজ্ঞপ্তি:
বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমীর এডভোকেট সালামতুউল্লাহর স্মরণে দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা উত্তর শাখা।
বৃহস্পতিবার (১০ জুন) বিকালে চকরিয়ার এক হল রুমে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেনউপজেলা উত্তর আমীর মাওলানা ছাবের আহমদ ফারুকী।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা উত্তর নায়েবে আমীর মাওলানা রশিদুর রহমান চৌধুরী, নায়েবে আমীর মাষ্টার মোহাম্মদ মূছা,এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা কর্মপরিষদ সদস্য সিরাজুল ইসলাম, কর্মপরিষদ সদস্য কাজী ইয়াকুব ও শ্রমিক কল্যাণের উপজেলা সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ বাহাদুর।
এসময় বক্তারা বলেন, এডভোকেট সালামতুউল্লাহ ছিলেন কক্সবাজার জেলাবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত, তিনি ইসলামী শিক্ষা বিস্তারে জেলায় তার অবধান অনস্বীকার্য , তাই এডভোকেট ছালামত উল্লাহর রেখে যাওয়া আদর্শ ধরে ধরে রাখলে কোন ব্যাক্তি পথহারা হবে না।
পরে মহান আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করে উপজেলা উত্তর জামায়াতের মুরব্বি মাওলানা মোহাম্মদ আলীর মুনাজাতের মাধ্যমে কর্মসূচী সমাপ্তি করেন।
এডভোকেট সালামতুল্লাহর স্মরণে চকরিয়ায় দোয়া মাহফিল
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে