মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এক অভিযান চালিয়ে কক্সবাজার শহরের ৬ নম্বর নুনিয়াছড়া এলাকা থেকে ১৩৬০ পিচ ইয়াবা টেবলেট সহ ছেনোয়ারা বেগম (৩৩) নামক এক রোহিঙ্গা নারী ইয়াবাকারবারীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ১০ জুন বেলা আড়াইটার দিকে এ অভিযান চালানো হয়। কক্সবাজার জেলা পুলিশ সুত্রে এ তথ্য জানা গেছে।
ছেনোয়ারা বেগমকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে ১৩৬০ পিচ ইয়াবা টেবলেট উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়। ইয়াবাকারবারী রোহিঙ্গা ছেনোয়ারা বেগম টেকনাফের কলেজ পাড়ার (জনৈক জোৎস্নার বাড়ির ভাড়াটিয়া) ইব্রাহীমের স্ত্রী। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে কক্সবাজার জেলা পুলিশ জানিয়েছে।