জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ৪৯ হাজার ইয়াবাসহ ২জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুন) ভোর সাড়ে ৫ টায় নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড ভাল্লুক খাইয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন- নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ভাল্লুক খাইয়া এলাকার নুরুল আলমের ছেলে আমির হোসেন প্রকাশ সোনা মিয়া (২৫) এবং দৌছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হাজীর মাঠ এলাকার মো: নুরুল হকের ছেলে করিমুল মুস্তফা প্রকাশ আইতুয়া (২২)।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান নাইক্ষ্যংছড়ি থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।