আলাউদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :
রাত পোহালে লোহাগাড়াসহ ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হবে।
বৃহস্পতিবার (১০ জুন) সকালে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এর উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এদিকে, সকালে উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মডেল মসসজিদ উদ্ধোধন উপলক্ষে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম -১৫ আসনের সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী।
ইতিমধ্যেই প্রস্তুুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাতে অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন করেন, গণপূর্ত ই/এম বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ করিম উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী লিটন মজুমদার, ঠিকাদার এস এম মনজুরুল হক চৌধুরী, নুরুল আলম জিকু, মহিউদ্দিন চৌধুরী ভুট্টো, মোঃ দিদারুল আলম, রাশেদুল হক, জামাল উদ্দিন প্রমুখ
জানা যায়, প্রতিটি মসজিদের নির্মাণ ব্যয় ১২ কোটি থেকে ১৬ কোটি টাকা। ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দেশের প্রতিটি জেলা-উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এ প্রকল্পের অধীনে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আগামীকাল উদ্বোধন করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।