মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
রামু থানার নতুন ওসি (অফিসার্স ইন চার্জ) মোঃ আনোয়ারুল হোসাইন মঙ্গলবার ৮ জুন কর্মস্থলে যোগদান করেছেন। এর আগে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিবি’তে কর্মরত ছিলেন।
পুলিশ সদর দপ্তর থেকে মোঃ আনোয়ারুল হোসাইনকে রামু থানার ওসি হিসাবে নিয়োগ দেওয়া হয়। তিনি প্রথমে পুলিশের চট্টগ্রাম রেঞ্জে এবং পরে কক্সবাজার পুলিশ সুপারের কাছে মঙ্গলবার তার যোগদানপত্র জমা দেন। নতুন ওসি মোঃ আনোয়ারুল হোসাইন কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
এদিকে, রামু থানার নতুন ওসি মোঃ আনোয়ারুল হোসাইন তার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
প্রসঙ্গত, রামু থানার সাবেক ওসি কে.এম আমিরুজ্জামান’কে গত ২৫ মে এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) এ বদলী করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।