জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১কেজি ৮০০গ্রাম গাঁজাসহ শফিক আহমদ (২১) নামের টমটম চালককে আটক করেছে পুলিশ।
বুধবার (৯ জুন) সকাল সাড়ে ৭টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইনিয়নের ৫নং ওয়ার্ড বেতবুনিয়া বাবুর পানের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক শফিক আহমদ উখিয়া উপজেলা পালংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গয়ালমারা এলাকার রাজ্জাক অালীর ছেলে।
সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানান নাইক্ষ্যংছড়ি থানার ওসি তদন্ত শরীফ ইমনে আলম।
তিনি বলেন, একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজার চালান নিয়ে ঘুমধুম গ্রাম হয়ে চট্রগ্রাম দিকে যাচ্ছে, এমন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে শফিক আহমদ নামের একজনকে আটক করা হয়। পরে তার নিকট থেকে ১কেজি ৮০০গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
দীর্ঘদিন ধরে গাঁজা নিজের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে নিজ উপজেলাসহ বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিল শফিক আহমদ।
এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে বলে জানান ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।
নাইক্ষ্যংছড়িতে গাঁজাসহ টমটম চালক আটক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।