মোহাম্মদ হোসেন,হাটহাজারী:
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার ও পৌর সদরে এলাকায় ফরমালিনযুক্ত সয়লাব হয়ে গেছে। এক শ্রেণীর অর্থলোভী ব্যবসায়ী বিভিন্ন জেলা থেকে কে আম এনে আড়ৎ এ স্প্রে দিয়ে আম গুলো পাকানোর অভিযোগ রয়েছে। রানা ভাইরাসের সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা এ সব আম বাজারে বিভিন্ন দোকান ও ফুটপাতে বিক্রি করছে। সরেজমিন দেখা যায়,পৌর সদর এলাকায় বিভিন্ন আড়ৎ এ ট্রাকে করে আসছে এ সব আমের কাটুন আড়তের পিছনে নিদিষ্ট রুমে রেখে ফরমালিন স্প্রে দিয়ো পাকানো হয়ে থাকে।
পৌর বাজারসহ উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে অবাধে এ সব আম বিক্রি হচ্ছে । এ গুলো খেয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রোগে আক্রান্ত হওযার অভিযোগ উঠেছে। করোনা কালিন সময়ে প্রশাসনের ব্যস্ততার সুযোগ নিয়ে অসাধু কিছু ব্যবসায়ী নিদিষ্ট গোদামে রেখে স্প্রে করে করে তা বিক্রি করছে। খুচরা ব্যবসায়ীরা ফরমালিনযুক্ত আম গুলো ভ্যান গাড়ি কওে গ্রামে ও শহরের আবাসিক এলাকা গুলোতে কম
দামে বিক্রি করতে দেখা গেছে। ফরমালিনযুক্ত আম খেয়ে মানবদেহের ক্ষতি হচ্ছে বলে দাবি করছেন বিভিন্ন চিকিৎসকেরা। ফরমালিনযুক্ত আম গুলো খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। গৃহিনী নাঈমা আখতার জানায়, আমি পৌর সদরের বাসস্টেশন সিদ্দিক মার্কেট এর পাশে ঝুপড়ি দোকান গুলো থেকে বাসার জন্য ৫ কেজি আম ক্রয় করেছি সে সব আম খেয়ে গলায় চুলকানি বেড়ে গেছে,পওে আম গুলো নিয়ে চিকিৎকের কাছে গিয়ে জানতে পারি আম গুলো ফমলনযুক্ত যার কারনে গলায় চুলকানিসহ নানা সমস্যায় পড়তে হয়।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন (টিএইচও) বলেন, ফরমালিনযুক্ত আম গুলো খেলে মানুষের শরীরে বিভিন্ন রোগ দেখা দেবে,যেমন পেটের ব্যথা,কীটনির সমস্যা এমনকি লিভারও ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। তিনি ফরমালিনযুক্ত আম না খাওয়ার জন্য পরামর্শ দেন। এ ব্যারপারে দায়িত্বশীল কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেন ভুক্তভোগি ও সচেতন মানুষ।