সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেছেন,বর্তমান সরকার তৃণমুল পর্যায় থেকে সব ধরনের খেলোয়াড় তৈরি করে জাতীয় পর্যায়ে নিতে কাজ করছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামীতে জেলা পর্যায় থেকে সব ধরনের খেলাধুলায় ছেলেমেয়েরা উঠে আসবে। বিশেষ করে কক্সবাজার অনেক আগে থেকে যেমন পর্যটনের জন্য বিখ্যাত তেমনি ঘরোয়া খেলাধুলায় বেশ সুনাম আছে। তাই ভবিষ্যতে আরো ভাল ফলাফল বয়ে আসতে সব ধরনের উদ্দ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। একই সাথে তরুন প্রজন্মকে বেশি করে খেলাধুলায় মনোনীবেশ করার জন্য তিনি আহবান জানান।
জেলা প্রশাসক ৮ জুন বিকালে কক্সবাজার বীর শ্রেষ্ট রুহুল আমীন স্টেডিয়ামে তৃণমুল পর্যায়ে অনূর্ধ ১৮ জাতীয় ভলিবল প্রশিক্ষণ কর্মসূচীর জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে জেলা পুরুষ এবং মহিলা বিভাগের ভলিবল প্রশিক্ষনার্থীরা অংশ নিচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল।
উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ রাশেদ হোসাইন নান্নু, ক্রিকেট সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন,ভলিবল প্রশিক্ষনের সমন্বয়কারী ও ডিএসএস সদস্য আলী রেজা তসলিম প্রমুখ।
অনূর্ধ-১৮ ভলিবল প্রশিক্ষণ উদ্বোধন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।