আবুল কালাম, চট্টগ্রাম:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)র বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনারদের সাথে বার্ষিক কর্মসম্পাদন পারফরম্যান্স চুক্তি সাক্ষর করলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
মঙ্গলবার (৮ জুন) নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের সদর দপ্তরে সিএমপির ১০ টি বিভাগের উপ-পুলিশ কমিশনারদের সাথে ২০২১-২০২২ অর্থ বছরের এই চুক্তি স্বাক্ষরিত হয়।
পুলিশ সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক এর আগে গত ০৩ জুন, ২০২১ খ্রী. (বৃহস্পতিবার) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল থানার অফিসার ইনচার্জগণ তাদের স্ব স্ব বিভাগের উপ-পুলিশ কমিশনারদের সাথে ২০২১-২২ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেন।
সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে।