আলাউদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূনামেন্ট (অনূর্ধ্ব-১৭)’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৮ জুন) বিকেলে শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে এতে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস- চেয়ারম্যান এম ইব্রাহিম কবির , লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ, লোহাগাড়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এস কে শামশুল আলম, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর প্রমুখ।
উক্ত খেলায় লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় ও পুটিবিলা উচ্চ বিদ্যালয় মুখোমুখি হয়। শ্বাসরুদ্ধকর এ ম্যাচে উভয় দল ১-১ গোলে ড্র করলে খেলা টাইব্রেকারে গিয়ে গড়ায়।
টাইব্রেকারে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় ৪-৩ গোলে পুটিবিলা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উপজেলা পর্যায়ে খেলার কৃতিত্ব অর্জন করে। উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ন হয়।
খেলা পরিচালনায় ছিলেন নাছির উদ্দিন,আলমগীর হোসেন,মনছুর,রাকিব। ধারা ভাষ্যকার ছিলেন কায়সার হামিদ ও সেলিম।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।