সিবিএন ডেস্ক:
প্রায় ৬ হাজার ৬৫১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আজ মঙ্গলবার (৮ জুন) প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, ১০টি প্রকল্পের জন্য অনুমোদিত প্রায় ৬ হাজার ৬৫১ কোটি ৩৪ লাখ টাকার মধ্যে ৫ হাজার ২১৯ কোটি ৮১ লাখ টাকা দেবে সরকার। বাকি ৭৯৮ কোটি ৩ লাখ টাকা আসবে সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে এবং ৬৩৭ কোটি ৫০ লাখ টাকা আসবে বিদেশি ঋণ থেকে।

৬৬৫১ কোটি টাকা ব্যয়ে ১০ প্রকল্পের অনুমোদন একনেকের

অনুমোদিত ১০ প্রকল্পের মধ্যে নয়টি নতুন এবং একটি সংশোধিত।