সংবাদদাতা:
বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সাবেক সদস্য, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বান এর মরদেহ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছার কথা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে স্থানীয় সময় রাত দুইটার দিকে তাঁর মরদেহ বাহী উড়োজাহাজ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে বলে জানিয়েছেন মরহুমের জামাতা,কক্সবাজার জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম সজীব।
তিনি জানান, তাঁর মরদেহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চকরিয়া উপজেলার বিএম চর (ভেওলা মানিক চর) ইউনিয়নের নিজ গ্রামে আনা হবে। সেখানে বেতুয়া বাজার বায়তুল মামুর জামে মসজিদের পাশে কবরস্থানে তাঁকে রাষ্ট্রিয় মর্যাদায় সমাহিত করা হবে। এর আগে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে ভেওলা মানিক চর উচ্চ বিদ্যালয়ের মাঠে।
আশরাফুল ইসলাম সজিব গোলাম রব্বান এর মরদেহ দেশে আনতে যাঁরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
গোলাম রব্বান গত শুক্রবার বিকেলে সংযুক্ত আরব আমিরাতের শারজার মোহাম্মদ বিন জায়েদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গোলাম রব্বানের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মুক্তিযোদ্ধা গোলাম রব্বানের নামাজে জানাযা মঙ্গলবার বাদ এশা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
