মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
পার্বত্য বান্দরবানের সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিংএমপি।

শনিবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৫টায়
বান্দরবান সদর উপজেলা প্রাঙ্গণে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার তৌসিফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)’র বান্দরবানের নির্বাহ প্রকৌশলী মো: জিল্লুর রহমান,জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ,সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান য়ই সা প্রু, আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো: রবিউল হোসেন, বান্দরবান পৌরসভার ১নং প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর সৌরভ দাশ শেখর, অন্যান্য পৌর কাউন্সিলরবৃন্দ। অনুষ্ঠানে পবিত্র কোরআন পাঠ করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মো: শহিদুল ইসলাম, গীতা পাঠ করেন উপজেলা এলজিইডি অফিসের হিসাব রক্ষক বাবু অলক কুমার অর প্রমুখ।

পার্বত্য মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাসী, আমাদের আওয়ামী লীগের সরকারের আমলে
শিক্ষা, স্বাস্থ্য, মসজিদ মাদ্রাসা, ক্যায়াং, বোদ্ধ বিহার মন্দির গীর্জা, প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে, আমাদের এই উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন এর কাজ সম্পুর্ণ হলে তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণ আরো বেশী সেবা পাবেন।
বান্দরবান সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ৬কোটি ৪৭ লক্ষ ২৯ হাজার, চুক্তি মূল্য ৫কোটি ৬১ লক্ষ ৮০ হাজার টাকা।