বলরাম দাশ অনুপম:
কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া এলাকা থেকে ২৪০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। ৫ জুন শনিবার সকালে কক্সবাজার শহর পুলিশ ফাড়ির এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া পুলিশের কর্মকর্তা এসআই জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪০ লিটার চোলাই মদ উদ্ধার ও ও ১টি প্রাইভেট কার জব্দ করা হয়। জব্দকৃত প্রাইভেটকারের তথ্য উল্লেখ করে অজ্ঞাতনামা আসামী করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।