শেফাইল উদ্দিন, ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও থানাধীন জালালাবাদে হাফেজ সৈয়দ করিম নামক সৌদি প্রবাসী নিজের জমিতে ঘর ও সীমানা প্রাচীর নির্মাণ করতে গিয়ে বাধার সম্মুখিন হয়েছেন। নির্মান কাজ করতে হলে মোটা অংকের চাঁদা দিতে হবে। অন্যথায় কিছুতেই নির্মান কাজ করতে দিবে না।-অভিযোগ এমনই।
ঘর নির্মানে দাবীকৃত চাঁদা না পেয়ে পেয়ে কয়েক দফা হামলা করে সীমানার প্রচীর ভেঙে নির্মান কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল লুট করা হয়েছে। অব্যাহত রয়েছে হুমকি ধমকি।
এসবের সুরাহা চেয়ে প্রশাসনের দারস্ত হয়েছেন প্রবাসীর স্ত্রী রাশেদা বেগম। গত ৩১ মে ঈদগাঁও থানায় একটি লিখিত অভিযোগও দেন।
রাশেদা বেগম অভিযোগে উল্লেখ করেন, নিজস্ব জমিতে সীমানা প্রাচীর নির্মানের কাজ শুরু করলে স্থানীয় সামছুল আলম, ওমর ফারুক, জয়নাল আবেদীনের নেতৃত্বে ১০/১৫ জন মাদকসেবি বাধা দেয়। হামলা করে লুট করে নিয়ে যায় অর্ধ লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল। এসব ঘটনা সৌদি প্রবাসী হাফেজ সৈয়দ করিম মুঠোফোনে প্রতিবেদককে জানান।
স্থানীয় মাদকসেবিরা বার বার চাঁদা দাবী করে আসলেও তা দিতে অপারগতা জানায় প্রবাসী পরিবার। এ কারণে হামলা চালিয়ে মালামাল নিয়ে যায়। হুমকি ধমকি দিয়ে যাচ্ছে চাঁদাবাজচক্র। অভিযোগেটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন রেমিটেন্সযোদ্ধা হাফেজ সৈয়দ করিম।
স্থানীয়দের দাবি, পরিবারের একমাত্র ব্যক্তি সৌদি আরবে থাকার কারণে সৈয়দ করিমের পরিবারের উপর স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ ও সংঘবদ্ধ হয়ে বাধা দিচ্ছে। তারা যা করছে তা মেনে নেয়া যায় না। চাঁদা দাবির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় এলাকাবাসী।
ঈদগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ঘটনা শুনেছি। অপরাধীদের বিরুদ্ধে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।