সিবিএন ডেস্ক:
২০২১-২২ অর্থ বছরের বাজেটে ভর্তুকি ও প্রণোদনা বাবদ ৩৫ হাজার ১৩৬ কোটি টাকা রাখার প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে উপস্থাপন করা প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এই তথ্য জানান।
বাজেটের সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়েছে, জনপ্রশাসনে ভর্তুকি ও প্রণোদনায় ১৯ হাজার ৫৭১ কোটি টাকা, প্রতিরক্ষায় ৫২৭ কোটি টাকা, জনশৃঙ্খলা ও নিরাপত্তায় ৯৩৫ কোটি টাকা, সামাজিক নিরাপত্তায় চার হাজার চার কোটি টাকা রাখার প্রস্তাব করা হয়েছে।
এদিকে কৃষিতে ভর্তুকির প্রস্তাব করা হয়েছে ১০ হাজার ৯৯ টাকা। অর্থাৎ এবারের প্রস্তাবিত বাজেটে ভর্তুকি ও প্রণোদনা বাবদ মোট ৩৫ হাজার ১৩৬ কোটি রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।