অনলাইন ডেস্ক: জাতিসংঘের শরণার্থী বিষয়ক সহকারী হাইকমিশনার রাউফ মাজাও বলেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের চেয়ে ভাসানচর অনেক ভালো। গতকাল বুধবার (২ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাউফ মাজাও বলেন, বাংলাদেশ সরকার ভাসানচরে গুরুত্বপূর্ণ বিনিয়োগ করেছে। কক্সবাজারের সঙ্গে তুলনা করলে ভাসানচরে বসাবাসের সুযোগ-সুবিধা অনেক ভালো।
তিনি আরও বলেন, সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এখন নিশ্চিত করতে হবে যে রোহিঙ্গারা যেন ভাসানচরে সম্মানের সঙ্গে থাকতে পারে।
গত ৩১ মে রাউফ ও জাতিসংঘের সুরক্ষা বিষয়ক সহকারী হাইকমিশনার গিলিয়ান ট্রিগস ভাসানচর পরিদর্শন করেন।
১ লাখ রোহিঙ্গাকে ভাসানচর নেয়ার উদ্যোগ চলছে। গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় ২০ হাজারের মতো রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।-আরটিভি
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।