সিবিিএন ডেস্ক:
প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে আরও আট লাখ মানুষকে বয়স্ক ভাতার আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন।

বর্তমানে দেশের ১১২টি উপজেলার ৪৯ লাখ বয়স্ক মানুষকে এই ভাতা দেওয়া হচ্ছে।

প্রস্তাবিত বাজেটে আরও ১৫০টি উপজেলার আট লাখ দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীকে এই ভাতার আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া প্রস্তাাবিত বাজেটে এই খাতের জন্য আরও ৪৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

চলতি ২০২০-২১ অর্থবছরে এই খাতে বরাদ্দের পরিমাণ ছিল ২ হাজার ৯৪০ কোটি টাকা।