শেফাইল উদ্দিন, ঈদগাঁওঃ
কক্সবাজারের ঈদগাঁও থেকে ছিনতাইচক্রের ৪ সদস্যকে সিএনজিসহ আটক করেছে পুলিশ।
বুধবার (২ জুন ) তাদের বিরুদ্ধে ঈদগাঁও থানায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামিরা হলেন- ঈদগাঁও জাগির পাড়ার মৃত শহর মুলকের ছেলে জিকু জান্নাত তুহিন, উত্তর মাইজ পাড়ার ফোরকান আহম্মদের ছেলে আবদুর রহমান, কক্সবাজার পৌরসভা ২নং ওয়ার্ড নতুন বাহারছড়ার মোঃ রাজুর ছেলে মোঃ রাসেল, উত্তর নুনিয়ারছড়ার আজিজুল হক আজিজের ছেলে রায়হান।
গত ১ জুন বিকাল সাড়ে ৫ টার দিকে ঈদগাঁও ভোমরিয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চালককে মারধর করে সিএনজি ছিনতাইয়ের ঘটনা ঘটে।
পরে রামুর ঈদগড় সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে জনগণ ও রামু থানা পুলিশের সহায়তায় ৪ ছিনতাইকারীকে সিএনজিসহ আটক করা হয়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হালিম জানান, আসামিদের বিরুদ্ধে ঈদগাঁও থানায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন,২০০২ এর ৪/৫ ধারায় নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।